প্রকাশিত: Sat, Dec 9, 2023 11:58 AM
আপডেট: Tue, May 13, 2025 10:27 PM

[১]পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্ক

রাশিদুল ইসলাম: [২] বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে পবিত্র কোরআন পোড়ানোর বিরুদ্ধে এ আইনটি পাস হয়। এই আইন পাসের পর কেউ পবিত্র কোরআন পোড়ালে, সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। আর অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের সাজা ভোগ করতে হবে। পাশাপাশি জরিমানাও করা হবে। বিবিসি

[৩] গত জানুয়ারি মাসে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন রাসমুস পালুদান নামের একজন ব্যক্তি। তিনি ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা।

[৪] ওই ঘটনায় মুসলিম দেশগুলো ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। এ পরিপ্রেক্ষিতে দেশটি পবিত্র কোরআন পোড়ানো বন্ধের সিদ্ধান্ত নেয়। 

[৫] আইনটি পাসের আগের ডেনমার্কের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তীব্র প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটিতে ৯৪ জন সংসদ সদস্য আইনটির পক্ষে ভোট দেন। অপর দিকে আইনের বিপক্ষে ভোট পড়ে ৭৭টি।

[৬] আইন পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী ইনগার স্টোইবার্গ বলেছেন, ‘এই আইন মতপ্রকাশে স্বাধীনতা হরণ করবে।’

[৭] তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলেছেন, ‘আইনে ধর্ম নিয়ে সমালোচনা অপরাধ বলে গণ্য হবে না।’ সম্পাদনা: ইকবাল খান